মাশরুম চাষ করে স্বাবলম্বী কুড়িগ্রামের আমিনুল
করোনা অতিমারিতে চাকরি হারালেও, মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুড়িগ্রামের আমিনুল ইসলাম। নিজের সচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আরো অনেকের। তার এই সফলতা দেখে মাশুরুম চাষে আগ্রহ বাড়ছে অনেকের। আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত কৃষি বিভাগ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সড়ক কাটা গ্রামের আমিনুল ইসলাম মিলন করোনা অতিমারির শুরুর দিকেই চাকরি হারান। কিন্তু চাকরি হারিয়ে বসে থাকেননি একদিনও। প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। এরপর থেকে সফলতা আসতে শুরু করে।
আমিনুল ইসলাম জানান, গত ডিসেম্বর মাসে ৬শ’ ব্যাগে মাশরুম চাষ শুরু করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফলন আসতে শুরু করে, আর ফেব্র“য়ারি মাস থেকেই বিক্রির উপযোগী হয়ে যায়। ৮০ হাজার টাকার মাশরুম বিক্রি করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমিনুলকে।
মাশরুম চাষ করে আমিনুল নিজে যেমন আত্মনির্ভরশীল হয়েছেন, তেমনি আরো অনেকের কাজের সুযোগ তৈরি করেছেন।
স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, মাশরুমের পুষ্টিগুণের কারণে বাজারে চাহিদা বেশি থাকায় লাভ ভালো হয়। ফলে স্থানীয় অনেকেই এখন মাশুরুম চাষে আগ্রহী হয়ে উঠছেন।
দরিদ্রপীড়িত জনপদগুলোতে ব্যাপক পরিসরে মাশরুমের চাষ করা গেলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে জানান কৃষি কর্মকর্তা।