পিডিবি ঝুলন্ত তারে জড়িয়ে এই ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়।
এলাকা সূত্রে জানা যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিন ধোপাডাঙ্গা ভরকুলকূঠি গ্রামের মৃতু শামছুল হকের ছেলে জাহিদুলের ব্যবহ্রত ঝুলানো বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকা অবস্হায় সন্ধা ৭টার দিকে উক্ত ঘটনাটি ঘটে।
বিদ্যুতের শক খেয়ে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন(১) রেখা বেগম( ৫৫) স্বামী সৈয়দ আলী,(২)রাজাউল(২৮)পিতা সৈয়দ আলী(,৩) সুজন মিয়া(১৫)পিতা আব্দুর রাজ্জাক।
প্রত্যক্ষদর্শীরা জানান গুরুতর অসুস্হ হলে তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে, ঘটনাস্থলে থাকা এস আই মো. শামসুল ইসলাম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তিন জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
একসঙ্গে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।