শিক্ষাপ্রতিষ্ঠান খুললে জামা জুতা কেনার জন্য ১ হাজার টাকা করে পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিভাবকদের নগদ মোবাইল একাউন্টে এই টাকা পাঠানো হবে। আজ ৮ ফেব্রুয়ারী নগদের মাধ্যমে উপবৃত্তি কার্যক্রম উদ্ভোধন কালে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন একথা জানান।
জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের কিডস এলায়েন্স বাবদ ১ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীর যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে টাকা পৌছে দেওয়া হবে।
মন্ত্রী আরো বলেন, এখন থেকে নগদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থ প্রেরন করা হবে। আজ ৮ জেলার শিক্ষার্থীদের তিন মাসের উপবৃত্তির টাকা প্রদান করা হয়।পর্যায়ক্রমে সারাদেশে দেওয়া হবে।