লক্ষ্মীপুরে মাটিবাহী ট্রাক চাপায় শিহাব হোসেন নামে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের দক্ষিন হোগলডুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিহাব ভাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের মোঃ স্বপনের ছেলে ও ২য় শ্রেনীতে অধ্যায়নরত।
স্থানীয়রা জানান, দুপুরে শিহাব খেলার চলে রাস্তায় চলে আসে। তখন ব্রিক ফিল্ডের মাটিবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ছেলেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। চাপা দেওয়ার পর ট্রাকটি পালিয়ে যায়।
সড়ক দূর্ঘটনার বিষয়টি লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান নিশ্চিত করেছেন।