লালমনিরহাটের আদিতমারীতে ২৩ বোতল ফেনসিডিল পাচারের সময় চিকিৎসকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ফেন্সিডিল বহন করায় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর শহরের নিউ শালবন মিস্ত্রিপাড়ার আবজাল হোসেনের ছেলে চিকিৎসক আবুজার মো. মোতাখারুল ইসলাম হৃদয় (৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোচাবাড়ি সাকোয়ারপাড় নাদের মুহুরীর ছেলে মঈনুল হোসেন (২৬)।
পুলিশ জানায়, হৃদয় এমবিবিএস ডিগ্রিধারী। তিনি রংপুরের বেসরকারি প্রাইপ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নির্মানাধীন আলহাজ্ব আফজাল হোসেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ছেলে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুর্গাপুর থেকে একটি চক্র প্রাইভেটকারে ফেনসিডিল পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুর্গাপুর কালিরহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহ হওয়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল পাওয়ায় গাড়িতে থাকা ডা. আবুজার মো. মোতাখারুল ইসলাম হৃদয় ও মঈনুল হোসেনকে আটক করা হয়। সেই সাথে প্রাইভেট কারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।